আজ ৭ই সেপ্টেম্বর, ২০২৪-এ এমন একটা সময়ে এই ওয়েবসাইট প্রকাশিত হচ্ছে যখন বাংলা এক অভূতপূর্ব সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ইতিহাসের অন্য কোনো সময় বা পরিস্থিতির সঙ্গে আজকের সময়ের তুলনা টানাটা ঠিক হবে না। ৯ই আগস্ট আর.জি.কর হাসপাতালে এক কর্তব্যরত ডাক্তারের সঙ্গে যে নারকীয়, বর্বরোচিত, নৃশংস ঘটনা ঘটে গেছে; তারজন্য নিন্দার কোনো ভাষাই যথেষ্ট নয়। সারা বাংলা এই ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে আজ পথে নেমেছে। এই কয়েকদিনে কলকাতা, শহরতলি, বাংলার গ্রাম দেখেছে শয়ে শয়ে প্রতিবাদ মিছিল। আট থেকে আশি, নারী-পুরুষ থেকে তৃতীয় লিঙ্গের মানুষ, জাত-পাত, পেশা-পরিচয় নির্বিশেষে সেই মিছিলে পা মিলিয়েছে। শ্লোগান উড়িয়েছে বাতাসে! কোনো রাজনৈতিক দলের তোতাকাহিনি নয়, মানুষের হৃদয় মথন করে উঠে আসা স্বর। যা কোলের শিশুকে নিয়ে মাকে টেনে নামিয়েছে পথে, অক্সিজেনের নল হাতে নিয়ে অশক্ত শরীর ছেঁচড়ে বৃদ্ধকে রাস্তায় নামতে বাধ্য করেছে। এই ক’দিনে আমরা যা দেখেছি, তা কোনো একদিনের গল্প হবার জন্য আমাদের স্মৃতিতে ছাপ ফেলে গেছে।
হয়তো আগামীদিনে বিচার আসবে, দ্রুত অথবা ‘তারিখ পে তারিখের’ আশঙ্কার দীর্ঘসূত্রিতায়। হয়তো কিছুদিন পর মিছিল-জমায়েত আলগা হয়ে যাবে। হয়তো হবে না কিছুই বিশেষ বলার মতো! সিংহাসনের পায়া এতটুকু নড়বে না, মাটিতে গড়াগড়ি খাওয়া পুলিশের মান-সম্মান তাদের আয়নার সামনে মাথা নত করতে বাধ্য করবে না; কিন্তু লাল-নীল সব পতাকার ছায়া থেকে বেরিয়ে এসে, বলা ভালো প্রত্যাখ্যান করে, মানুষের এই যে স্বতঃস্ফূর্ত রাজনৈতিক চেতনার উন্মেষ, -এর রেশ রয়ে যাবে। এই আন্দোলন শুধু তিলোত্তমার বিচার নয়, গলে-পচে যাওয়া সিস্টেম, সেই সিস্টেমের নিয়ন্ত্রক ‘রাজনীতিক’দের প্রতি সপাট প্রত্যাখ্যান। এই পথে আলো জ্বেলে আমাদের সমাজের ক্রমমুক্তি হবে, সমাজ সুস্থ হবে। হয়তো আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে, কিন্তু হবে। মানুষের সব সয়ে যায়নি, ‘সুচেতনা’ মরে যায়নি। তাই আমি মনে করি, এ-এক অভূতপূর্ব সন্ধিক্ষণ। এখানে আমার, আমাদের ভূমিকা মাটি কামড়ে পড়ে থাকার, শিকড় জাপটে ধরে থাকার। যে শিকড় আমার বাংলার আকাশে-বাতাসে-ইতিহাসে, বাঙালির মনে-চেতনায়-অস্তিত্বের গভীরে প্রোথিত। আশাকরি এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হবেন।
হবেন তো?
নিশ্চয় সঙ্গে আছি। একটু সিরিয়াস ঐতিহাসিক সত্যের আলোচনা হবে কি? মেগাস্থিনিস, আলবিরুণীদের কথাও আলোচনা হবে কি? মানুষ কি জানবে আমাদের দেশের বিভিন্ন ধর্ম ও তার বিবর্তন সম্পর্কে? বাঙালী ও ভারতবর্ষের আজ তথ্যভিত্তিক ইতিহাস জানার বড়ো প্রয়োজন। আপনার জয়যাত্রা জারী থাক।
🖐️🖐️🖐️
আমরা একজোট হচ্ছি, we want justice #wewantjustice #justiceforrgkar
মানুষ একজোট হতে শিখেছে।
আমি আপনার একজন ভক্ত। পাশে আছি 🙋